ডেঙ্গু মোকাবেলায় পুরস্কার নিইনি: মন্ত্রী তাজুল

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৯:৫০ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৯, ১৭:২৯
গতকাল এফডিসিতে মন্ত্রীর হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য পুরস্কার পাওয়ার কথা অস্বীকার করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে সফলতার জন্য তাকে কোনো সংগঠন থেকে পুরস্কার বা স্মারক দেয়া হয়নি।

শুক্রবার এফডিসিতে ‘শুধু সরকারি প্রচেষ্টা নয়, জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠানের শেষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিতর্কের আয়োজক প্রতিষ্ঠান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

‘ডেঙ্গু মোকাবেলায় সফল হওয়ায় মন্ত্রী পুরস্কার পেয়েছেন’ এমন একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এটা নিয়ে সমালোচনা হয়। শনিবার কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে হবিগঞ্জে গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী। এ সময় তিনি এ ব্যাপারে কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিতর্ক প্রতিযোগিতার একটি অনুষ্ঠানে আয়োজকরা অন্য সবার সঙ্গে আমাকেও একটি সম্মাননা স্মারক প্রদান করেন। ওই সংগঠন প্রথাগতভাবে আমাকে এ সম্মাননা জানিয়েছে। কিন্তু এটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কোনো বিষয়কে আংশিক বা ভুলভাবে পরিবেশন করা দুঃখজনক।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আশা করি ডেঙ্গু মোকাবেলায় আমরা সফল হবো।’

এক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনই সমাধানের উত্তম পন্থা। এলক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ কাজও করে যাচ্ছে। যাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে তারাও আন্তরিকভাবে চেষ্টা করছেন। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাও এ ব্যাপারে কাজ করছে। এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

তাজুল ইসলাম এ সময় হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনসহ রাস্তাঘাটে উন্নয়নের আশ্বাস দেন। পরে তিনি হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :