বাগদাদ গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী জামিনে কারামুক্ত

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৯, ১৭:৪৬

বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরের স্ত্রী শিল্পোদ্যোক্তা মেহেরুন নেসা শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা কারাগার থেকে আদালতের রায়ে আপিল সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন।

গত ১৯ আগস্ট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠায়।

গত ২২ আগস্ট মামলার শুনানিতে আপিল সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন মামলাগুলোয় গ্রেপ্তার মেহেরুন নেসার পক্ষে জামিন আবেদন করা হয়। সংশ্লিষ্ট আদালত মামলার শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

তার পক্ষে আইনজীবী ছিলেন আফছারুর রশিদ।

জামিনে কারামুক্ত হয়ে চট্টগ্রাম কারাগার সম্মুখে সমবেত শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ আইনের আওতায় এনে আমি সুবিচার প্রত্যাশা করি। এক্ষেত্রে আমার জবাবদিহিতা রাষ্ট্রের কাছে নিশ্চিত করতে একজন নাগরিক হিসেবে আমি বাধ্য। আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যে এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি একজন দেশের নাগরিক হিসেবে এ ধরনের হয়রানিমূলক মামলার দায় ও অভিযোগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।’

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :