মোজাফফরের শূন্যতা পূরণ হওয়ার নয়: বিএসএমএমইউ উপ উপাচার্য

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ২১:০৮ | আপডেট: ২৪ আগস্ট ২০১৯, ২১:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

 ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ)  সভাপতি অধ্যাপক মোজ্জাফফর আহমেদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ সিকদার। তার মৃত্যুতে আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএসএমএমইউয়ের উপ উপাচার্য এক বিবৃতি দেন।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের কিংবদন্তী প্রগতিশীল নেতা অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিএসএমএমইউয়ের উপ উপাচার্য শহীদুল্লাহ সিকদার।

এ সময় শহীদুল্লাহ সিকদার বলেন, অধ্যাপক মোজাফফর আহমদের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে তখন তাঁর মতো একজন নেতা বড় বেশি প্রয়োজন ছিল।

শহীদুল্লাহ সিকদার বলেন, অধ্যাপক মোজাফফর আহমদ ছিলেন বাংলাদেশের তথা উপমহাদেশের বাম প্রগতিশীল  রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি ব্রিটিশ আমলে জন্ম নিয়েও ব্রিটিশ বিরোধী আন্দোলন, পরবর্তীতে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, তেভাগা আন্দোলন, ৬৯ এর গণঅভূত্থান এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকা পালন করেন। অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি ছিলেন একজন আপোষহীন সংগ্রামী মানুষ। তাঁর মৃত্যুতে দেশ হারালো একজন প্রকৃত দেশপ্রেমিক নেতাকে এবং দেশের বাম ধারার অযুত লক্ষ নেতাকর্মীরা হারালো তাদের রাজনীতি একজন অত্যন্ত দায়িত্ববান ও কর্মী বান্ধব অভিভাবককে।

ঢাকাটাইমস/২৪ আগস্ট/এএ/ইএস