ইবিএল স্কাইপে বেছে নিল বাই টিকিটস

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ২১:১৭

ঢাকাটাইমস ডেস্ক

দেশের উদীয়মান অনলাইন ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর অনলাইন পেমেন্ট গেটওয়ে ইবিএল স্কাইপে (পাওয়ার্ড বাই মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসেস) ব্যবহার করবে। ফলে ভ্রমণ সেবার জন্য ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে বাই টিকিটস গ্রাহকদের পেমেন্ট অনেক বেশি নিরাপদ ও সুরক্ষিত হবে।

সম্প্রতি ঢাকাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং বাই টিকিটসের প্রধান নির্বাহী মনোয়ার রহমান এতদ্বসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। বাই টিকিটসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম, ইবিএল ই-কমার্স ও এম-কমার্স প্রধান ফয়সাল এম. ফাতেহ-উল ইসলাম এবং ই-কমার্সের মার্চেন্ট একুইজিশন অ্যান্ড পার্টনারশিপ ব্যবস্থাপক মেহনাজ মুর্শেদ এসময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এলএ)