রাজধানীতে ক্রিকেট ব্যাট দিয়ে ঘুমন্ত স্বামীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৯, ২১:৩৮

রাজধানীর কাফরুলে ঘুমন্ত স্বামীকে ক্রিকেট ব্যাট দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম বাবুল আক্তার (৩৫)। এ ঘটনায় বাবুলের মা সোনেকা বেগম (৬০) আহত হয়েছেন।

শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল স্বাস্থ্য অধিদপ্তরে সাঁট লিপিকার পদে চাকরি করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাফরুল থানায়কে অভিহিত করা হয়েছে।

মৃতের বাবা রিফাজ উদ্দিন বলেন, সকাল আনুমানিক ৯ টার সময় ঘুমন্ত অবস্থায় থাকা বাবুল কে তার স্ত্রী রিমা ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এ দেখে বাবুলের মা সোনেকা বেগম (৬০) এগিয়ে গেলে তাকেও আঘাত করে। পরে ৫ বছরের সন্তান তায়িফকে নিয়ে পালিয়ে যান রিমা।

আর গুরুতর আহত বাবুল ও তার মা'কে নিয়ে প্রথমে আগারগাঁও নিউরো সাইন্স ইনিস্টিটিউট, পরে সেখান থেকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন বিকাল সাড়ে ৪ টায় বাবুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মা চিকিৎসাধীন রয়েছেন।

তবে কি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল সে বিষয় তিনি কিছুই জানতে পারেননি।

এই দম্পতির এক সন্তান। ৩ ভাই ২ বোনের মধ্যে বাবুল দ্বিতীয় ছিলেন।

পাবনা জেলার সাথিয়া উপজেলার আফতাব নগর গ্রামের রিফাজ উদ্দিনের ছেলে বাবুল। তিনি মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৯ নং লাইনের ২২/২ নম্বর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

ঢাকাটাইমস/২৪আগস্ট/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে দুই যুবকের আত্মহত্যা

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :