বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি ইতালি যুবলীগের

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৯, ২১:৫৯

সন্ত্রাসী সংগঠন হিসেবে, বিএনপির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন যুবলীগের নেতারা। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবর্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল নিহতের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি জানান তারা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা এবং ২০০৪ আরেকটি রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশের ওপর গ্রেনেড হামলা। এই বর্বরোচিত গ্রেনেড হামলার প্রধান টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলের নেতা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

১৫ আগস্ট এবং ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার সকল নিহতের স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম।

এতে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রীস ফরাজী, প্রধান বক্তা ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের সহসভাপতি জসিম উদ্দিন, আব্দুর রউফ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মন্টু, মাহবুব আলম প্রধান, দপ্তর সম্পাদক হাবিব মকদম, সম্মানিত সদস্য মজিবুর সিকদার, ইউসুফ ভূইয়া, ফারুক ফরাজী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান, দপ্তর সম্পাদক সোহেল বকসী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মহি, সম্মানিত সদস্য আলাউদ্দিন শিমুল, রুহুল আমিন, আমিন বেপারী, নুরুল ইসলাম, শেখ রাসেদ, সাবেক ছাত্রনেতা সৈয়দ সুমন, শিকদার সজল, নিয়াজ মোরশেদ, রফিক বেপারী, বাবুল হোসেন, আব্দুর রহিম সাগর, সাদ্দাম হোসেন, আবু সাইদ, রফিক সৈয়াল।

ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, সহসভাপতি উম্মে হানী প্রিন্স, নিলুফার বানু, যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা আক্তার পপি, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার, প্রচার সম্পাদক শিমু অনন্যা, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম মাহমুদ, দপ্তর সম্পাদক সারওয়ার হোসেন, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, শ্রমিকলীগ ইতালি শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর আহম্মেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা, ইকবাল ঢালী, ফিরেন্স যুবনেতা আতাউর রহমানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন মাসুদ সিকদার সাবেক সাধারণ সম্পাদক নড়িয়া সরকারি কলেজ।

অনুষ্ঠানের শুরুতে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :