কিশোরগঞ্জে পিতার মামলায় যুবক কারাগারে

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ২২:৪২

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

কিশোরগঞ্জে পিতার মামলায় পুত্র এখন কারাগারে। জেলার পাকুন্দিয়া উপজেলার পৌর সদর নিশ্চিন্তপুর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খন্দকার নূর মোহাম্মদের ছেলে খন্দকার আসাদুজ্জামান পরাগ (৩২) কে শুক্রবার রাতে গ্রেপ্তার করে শনিবার সকালে কারাগারে পাঠিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা গেছে, আসাদুজ্জামান পরাগ পিতার অবাধ্য হয়ে তিনটি বিয়ে করেন। তার পিতার বাড়ি কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। সোনালী ব্যাংক থেকে অবসর নেয়ার পর পাকুন্দিয়া পৌর সদর নিশ্চিন্তপুর গ্রামে একটি মুরগির সেড নির্মাণ করেন এবং সেড সংলগ্ন পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছিলেন। পরাগ পিতা মাতার কাছে প্রায়ই টাকা দাবি করে তার স্ত্রীসহ অন্য জায়গায় বসবাস করার জন্য। পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। ফার্মে কীটনাশক দিয়ে মুরগি মেরে ফেলেন। তার পিতার ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেন। ফার্মের আশপাশে গাছপালা কেটে ফেলেন। প্রতিবাদ করলে পিতা-মাতাকে খুন জখমের হুমকি দেন। গত ২৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে আসাদুজ্জামান পরাগ শাবল, লোহার রড দিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তার পিতা-মাতাকে পিটিয়ে আহত করে এবং ঘরে থাকা ডিম বিক্রয়ের নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যান। ফার্মে থাকা ১০ হাজার ডিম ভেঙে ফেলেন। তার অত্যাচারে তার পিতা-মাতা বাদী হয়ে অবশেষে গত শুক্রবার পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এলএ)