কুমুদিনী হাসপাতালে ২৯ ডেঙ্গু রোগী

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ২২:৫৪

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রয়েছেন বলে জানা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ও পাঁচজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

সূত্র জানান, কুমুদিনী হাসপাতালে গত এক মাসে ২১৬ জন ডেঙ্গু আক্রান্তকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এদের মধ্যে উপজেলার খৈলসিন্দুর গ্রামের আরিফ হোসেন কাজল নামে এক কলেজছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, ডেঙ্গুর প্রার্দুভাব দেখা দেয়ার পর থেকে কুমুদিনী হাসপাতালে নারী-পুরুষের জন্য পৃথক ওয়ার্ড খোলে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে অল্প কিছুদিনের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এলএ)