ডেঙ্গুর কাছে হেরে গেলেন সুমি

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৯:০৭ | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৯, ০৯:০৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন সুমি আক্তার নামে ৩০ বছর বয়সী এক গৃহবধূ। শনিবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হলো।

জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২০ আগস্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় গৃহবধূ সুমি আক্তার। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শনিবার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সুমি আক্তার এক মেয়ে ও দুই ছেলের জননী। তিনি শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাট এলাকার স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী।

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মোকাদ্দেস বলেন, শনিবার সুমির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এখনো হাসপাতালে ২৪ জন রোগী ভর্তি আছেন।

ঢাকাটাইমস/২৫আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :