দিনদুপুরে গুলি করে সাড়ে ২৬ লাখ টাকা ছিনতাই

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ১৬:৪১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দিনদুপুরে গুলি ছুড়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং করপোরেশনের প্রায় সাড়ে ২৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ রবিবার বেলা সাড়ে ১০টার দিকে বাইমহাটি এলাকায় মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অগ্রণী ট্রেডিং করপোরেশনের কার্যালয় উপজেলা পরিষদসংলগ্ন বাইমহাটিতে। সকাল ১০টার পরে প্রতিষ্ঠানটির হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল মতিন, সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা দুটি মোটরসাইকেলে ২৬ লাখ ৪০ হাজার টাকা নিয়ে অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখায় জমা দিতে যাচ্ছিলেন। পথে মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে চারটি মোটরসাইকেল নিয়ে তাদের পথ আটকায় আটজন ছিনতাইকারী। তারা টাকাবোঝাই ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছুড়ে টাকার ব্যাগ নিয়ে চলে যায়।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন ওই ঘটনার খবর পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

ঢাকাটাইমস/২৫আগস্ট/মোআ