‘সামাজিক আন্দোলন দুর্নীতি দমনে ভূমিকা রাখবে’

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ১৭:৩১

ঢাকাটাইমস ডেস্ক

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন সম্প্রতি শ্রীলংকার কলম্বোতে সাফা (সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস) আয়োজিত আন্তর্জাতিক সাফা কনফারেন্সে ‘কমবেটিং করাপশন ইন বাংলাদেশ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশসহ সাউথ এশিয়ান দেশসমূহের উল্লেখযোগ্য পেশাবিদ হিসাব বিজ্ঞানী ও অন্যরা অংশগ্রহণ করেন।

ড. সেলিম দি ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে ওই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এবং হিসাব বিজ্ঞান মান (এ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড) কমিটির সদস্য হিসেবে মিটিংয়ে অংশগ্রহণ করেন।

প্রবন্ধ উপস্থাপনে ড. সেলিম উল্লেখ করেন যে, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ দারিদ্র বিমোচন, আয় বৈষম্য, সামাজিক, মানসিক ও মানবিক ভারসাম্যহীনতা ইত্যাদি তথা সামগ্রিক উন্নয়নের অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি। ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল এক রিপোর্ট অনুসারে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ছয় বিলিয়ন লোক দুর্নীতির সমস্যায় আশঙ্কাজনকভাবে জর্জরিত। একইভাবে বিশ্বের ৬৮ শতাংশ দেশে দুর্নীতির বিভিন্ন ইস্যুগুলো গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এলএ)