তল্লাশিকালে হামলার চেষ্টা, গুলিতে আহত দুই মাদককারবারি

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ১৮:২৭

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহ পৌর এলাকার মথুরাপুর এলাকায় তল্লাশিকালে হামলার চেষ্টা করায় দুই মাদককারবারিকে গুলি করেছে পুলিশ। পরে আহতাবস্থায় তাদের আটকের পর হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের মথুরাপুর মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেনসিডিল।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মামুনুর রহমান (২৫) ও মৃত মকবুল হোসেনের ছেলে জেবুল হোসেন (২৬)।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান ঝিনাইদহে আসছে- এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ মথুরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশিকালে দুই আরোহী ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করেন। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মামুনুর রহমান ও জেবুল হোসেন নামের দুই জন গুলিবিদ্ধ হন। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেন্সিডিল ও জব্দ করা হয় মাদক বহনকারী মোটরসাইকেল। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকাটাইমস/২৫আগস্ট/ইএস