বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনা জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০৯:৩০ | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৯, ১৯:৩৫

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে সোনা জয় করেছেন নয়া নজির পিভি সিন্ধু। জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়ে তিনি এই সোনা জয় করেন।

২ সেটের লড়াইয়ে ওকুহারাকে ২১-৭ এ হারিয়ে দিয়েছেন সিন্ধু।

আমেরিকার বেইওয়েন ঝাংকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন সিনধু। এরপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হন চিনের তাই জু ইয়াংয়ের, যা অনেকের মতেই কঠিনতম ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচও দুর্দান্ত ইনিংসে শেষ করেন সিনধু।

এই নিয়ে পর পর তিনবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে শেষ পর্যন্ত খেতাব জিতলেন পিভি সিন্ধু। ২০১৭ এবং ২০১৮ সালে পর পর দুবার রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় শাটলারকে। ২০১৭ সালে এই ওকুহারার কাছে আর ২০১৮ সালে ক্যারোলিনা মারিনের কাছে হারতে হয় সিন্ধুকে। মুখোমুখি লড়াইয়েও ৮-৭ ব্যবধানে ওকুহারার থেকে এগিয়ে ছিলেন সিন্ধু। এবার সোনা জিতলেন সিন্ধু। ফাইনালে ২১-৭, ২১-৭ ফলে দুই গেমেই বাজিমাত করেন ভারতীয় শাটলার।

ঢাকাটাইমস/২৫আগস্ট/আরআর

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :