রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যের কারাদণ্ড

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ২০:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং গ্রুপের ১৭ সদস্যকে গ্রেপ্তারের পর একবছর করে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দণ্ডপ্রাপ্তদের গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। এর আগে রায়েরবাজার এলাকায় র‌্যাব সদস্যদের ওপর হামলার চেষ্টা চালিয়েছিল গ্রেপ্তার গ্যাং সদস্যরা।

তারা হলেন- রনি হোসেন, জিসান, সাব্বির হাওলাদার, রায়হান, রাসেল হাওলাদার, সাদ্দাম হোসেন, বাপ্পি হোসেন, শাকিল বেপারী, সোহাগ শেখ, হৃদয় হোসেন, রাব্বি হাওলাদার, নাঈম, মুন্না, সোহাগ, সাগর সাব্বির বয়ান ও মহিউদ্দীন। তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ইয়াবা ও লাঠিসোটা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী ঢাকা টাইমসকে বলেন, ‘শুক্রবার রাতে রায়েরবাজার এলাকায় র‌্যাবের উপর হামলার চেষ্টা করে কয়েকজন কিশোর। পরে তাদের ব্যাপারে অনুসন্ধান করে নেমে জানা যায়, হামলাকারীরা কিশোর গ্যাং- ‘স্টার বন্ড’র সদস্য। তারা এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন, ছিনতাই-চুরিসহ নানা অপরাধে জড়িত। তাছাড়া একই ধরনের পোশাক, জুতা ও চুলের স্টাইল করে চলাফেরা করে। এলাকার মানুষের কাছে আতঙ্ক এই কিশোর গ্যাং সদস্যরা।’

‘শনিবার দিনভর তাদের ধরতে অভিযান শুরু করে র‌্যাব। রায়েরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৭জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। কিশোর হওয়ায় তাদেরকে গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।’

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, ‘জন্মাষ্টমী উপলক্ষে সাদা পোশাকে টহলে থাকা র‌্যাব সদস্যরা দেখতে পায় দেশীয় অস্ত্রধারী কিশোরদের। র‌্যাব কিশোরদের কাছে জানতে চান তারা চাপাতি, চাইনিজ কুড়াল ও লাঠিসোটা নিয়ে কোথায় যাচ্ছে? এতে ক্ষুব্ধ হয়ে কিশোররা র‌্যাব সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।’

ঢাকাটাইমস/২৫আগস্ট/এসএস/ইএস