কুরিয়া ও থাইল্যান্ড সফরে মির্জাপুরের মেয়র

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ২২:৫৮

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাদৎ হোসেন সুমন ১০ দিনের সরকারি সফরে দক্ষিণ কুরিয়া ও থাইল্যান্ড গেছেন।

২৪ আগস্ট রাতে তিনি দক্ষিণ কুরিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ দুই দেশে অবস্থান করবেন।

এ সময় তিনি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদ ব্যবহারিক বিষয়ক কর্মশালায় যোগদান করবেন।

দক্ষিণ কুরিয়ার রাজধানী সিউলের ইন্টারন্যাশনাল আরবান ট্রেনিং সেন্টার ও থাইল্যান্ডের প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড ম্যানেজম্যান্ট ইনস্টিটিউটে এ কর্মশালা হবে।   

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এ কে এম আপতাব হোসেন প্রমানিকের নেতৃত্বে ৩২ সদস্যের প্রতিনিধি দলে ২৬ জন মেয়র ও পাঁচজন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা রয়েছেন।

মির্জাপুর পৌরসভার সচিব আব্দুল হাই জানান, রাজস্ব আদায় ও পৌর অফিস ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতার জন্য জেলার ১১টি পৌরসভার মধ্যে মির্জাপুর পৌরসভার মেয়রই এই সফর করছেন।

মির্জাপুর পৌরসভার প্যানেল মেয়র আফরোজা আলম মেয়রের শারীরিক সুস্থতা কামনা করে বলেন, তিনি যেন ভালোভাবে বাংলাদেশে ফিরে আসতে পারেন- সেজন্যে মির্জাপুরবাসীর কাছে দোয়া চাই।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এলএ)