বিদেশের মাটিতে সবচেয়ে বড় জয় ভারতের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১১:৫৭ | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৯, ০৯:২৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে একদিন বাকি থাকতেই জয় তুলে নিয়েছে ভারত। ম্যাচের প্রথম সেশন বাদে বাকি সময়ে চালকের আসনে ছিল ভারতই। প্রথম ইনিংসের মতো ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়লে তেমন কোনো লড়াইয়ের আভাস দিতে পারেনি। জেসন হোল্ডাররা ভারতের পেসার ত্রয়ীর সামনে একে একে অসহায় আত্মসমর্পণ করায় একদিন বাকি থাকতেই প্রথম টেস্ট জিতে যায় ভারত।

বিদেশের মাটিতে টেস্টে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে গলে শ্রীলঙ্কাকে ৩০৪ রানে হারিয়েছিল ভারত৷ এতদিন সেটাই ছিল ভারতের রেকর্ড জয়৷ অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে পরাস্ত করে কোহলিরা৷ ফলে এটাই এখন বিদেশের মাটিতে ভারতের সব থেকে বড় টেস্ট জয়ের নজির৷

ভারতের ২৯৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় ২২২ রানে৷ দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত ৩ উইকেটে ১৮৫ রান তুলেছিল৷ তারপর থেকে খেলতে নেমে ভারত তাদের দ্বিতীয় ইনিংস ৭ উইকেটে ৩৪৩ রানে ডিক্লেয়ার করে দেয়৷ প্রথম ইনিংসের ৭৫ রানের লিড মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের থেকে ৪১৮ রানে এগিয়ে থাকে ভারত৷

৪১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই পর পর উইকেট হারাতে থাকে৷ একসময় ১৫ রানে পাঁচ উইকেট খুইয়ে বসে তারা৷ দলগত ৫০ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হয়ে গিয়েছিল প্রায়৷ তবে কেমার রোচ ডিআরএসের সৌজন্যে বেঁচে যান৷ পরে রোচ ও কামিন্স ব্যাট চালিয়ে কোনো রকমে দলকে ১০০ এর গণ্ডি ছুঁতে সাহায্য করেন৷ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ১০০ রানে৷ রোচ ৩৮, কামিন্স ১৯ ও রোস্টন চেস ১২ রান করেন৷ বাকিরা দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷

বুমরাহ দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নেন৷ ইশান্ত নিয়েছেন ৩টি উইকেট৷ ২টি উইকেট মুহাম্মদ শামির৷ প্রথম ইনিংসে ৮১ ও দ্বিতীয় ইনিংসে ১০২ রান করার সৌজন্যে ম্যাচের সেরা হয়েছেন রাহানে৷

ঢাকা টাইমস/২৬আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :