গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, যানবাহন ভাঙচুর

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৯, ০৯:৩১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বাসচাপায় খাইরুল ইসলাম নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। রবিবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার জেরে যানবাহন ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। যার ফলে মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাওসার চৌধুরী জানান, ‘ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি বাস খায়রুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় এবং বেশকিছু যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ওসি আরও জানান, ‘বাসে আগুন ও যানবাহন ভাঙচুরের ঘটনায় প্রায় আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাসের আগুন নেভানোর পর পুলিশের সহায়তায় রাত পৌনে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’

ঢাকাটাইমস/২৬ আগস্ট/এএইচ