জ্যাক লিচকে আজীবন বিনামূল্যে চশমা দিবে স্পেকসেভারস

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৯, ১৪:১২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ব্যবধানটা দেড় মাসের সামান্য কম। বিশ্বকাপ ফাইনালের পর ফের একবার ইংরেজ অল-রাউন্ডার বেন স্টোকসে বুঁদ ক্রিকেটদুনিয়া। রবিবাসরীয় হেডিংলে’তে এগারো নম্বর ব্যাটসম্যান জ্যাক লিচকে নিয়ে তাঁর অতিমানবিক লড়াইকে কুর্নিশ জানিয়ে গিয়ে জিওফ্রে বয়কট বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের ওই ইনিংসটার চেয়েও স্টোকসের এই ইনিংসটা বেশি মূল্যবান।’

সে যাইহোক। বিশ্বজুড়ে যখন স্টোকস বন্দনায় মত্ত ক্রিকেটদুনিয়া, তখন দশম উইকেটে রবিবার স্টোকসের সঙ্গী জ্যাক লিচের হার না মানা লড়াইকে সম্মান জানিয়ে ইংরেজ স্পিনারকে আজীবন বিনামূল্যে চশমা প্রদান করার ইচ্ছে প্রকাশ করল চশমা প্রস্তুতকারক কোম্পানি স্পেকসেভারস। চলতি অ্যাশেজের স্পনসর এই বহুজাতিক কোম্পানি।

তবে ঘটনার সূত্রপাত ম্যাচের নায়ক বেন স্টোকসের একটি টুইটকে কেন্দ্র করেই। অতিমানবিক ইনিংসে লিডসে রবিবার স্টোকসের নায়ক হয়ে ওঠা হত না, যদি না উল্টোদিকে সঙ্গী হিসেবে পেতেন জ্যাক লিচকে। ইংরেজ অল-রাউন্ডারের ১৩৫ রানের ইনিংসের পাশে এদিন লিচের ১৭ বলে ১ রানের অদম্য লড়াই অচিরেই স্থান করে নেবে অ্যাশেজের ইতিহাসের পাতায়। তাই ম্যাচ জয়ের সঙ্গী হিসেবে জ্যাক লিচকে পেয়ে আপ্লুত স্টোকস ম্যাচ শেষে একটি টুইট করেন। যে টুইটে স্পনসর স্পেকসেভারসকে উদ্দেশ্য করে স্টোকস লেখেন, ‘জ্যাক লিচকে আজীবনের জন্য বিনামূল্যে চশমার বন্দোবস্ত করে দেওয়া যায় কি।’

উল্লেখ্য, ৩৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে রবিবাসরীয় হেডিংলে’তে একসময় ২৮৬ রানে ৯ উইকেট খুঁইয়ে বসে ইংল্যান্ড। এরপর সবাই যখন ধরে নিয়েছে তৃতীয় টেস্ট জিতে অ্যাশেজ খেতাব ধরে রাখা অস্ট্রেলিয়ার কাছে শুধু সময়ের অপেক্ষা, ঠিক তখনই নাটকীয় পটপরিবর্তন। অন্তিম উইকেটে জ্যাক লিচকে নিয়ে অসাধ্য সাধন করেন স্টোকস। দশম উইকেটে স্টোকস-লিচের ৭৬ রানের পার্টনারশিপে ভর করে অ্যাশেজের ইতিহাসে অন্যতম সেরা কামব্যাকের সাক্ষী থাকে লিডস। ১৭ বলে লিচের ১ রানের ইনিংস আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও আদতে ইংরেজ স্পিনারের ইনিংস যে কতটা মূল্যবান, তা জানতে খুব বড় ক্রিকেটবোদ্ধা হওয়ার প্রয়োজন পড়ে না।

বাইশ গজে অজি বোলারদের প্রত্যেকটি বল সামলানোর আগে ক্রিজে এদিন চশমা মুছে নিতে দেখা যায় লিচকে। আর নন-স্ট্রাইকে দাঁড়িয়ে সতীর্থের এই লড়াইকে সম্মান জানিয়ে মজার ছলেই টুইটটি করেন স্টোকস। স্টোকসের সেই টুইটে পরে রিপ্লাই দেয় চশমা প্রস্তুতকারক কোম্পানি। ইংরেজ অল-রাউন্ডারের আবেদনে সাড়া দিয়ে স্পেকসেভারস জানায়, ‘আমরা নিশ্চিতভাবে জ্যাক লিচের কাছে আজীবন বিনামূল্যে চশমা প্রদান করার অফার নিয়ে যাব।’

 (ঢাকাটাইমস/২৬আগস্ট/ডিএইচ)