বোয়ালমারীতে মোট ডেঙ্গু আক্রান্ত ৬২, মৃত্যু ২

বোয়লমারী (ফরিদপুর) প্রতিনিধি
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৯, ১৭:২৮
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে এ পর্যন্ত শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে দুজন ডেঙ্গু রোগী।

এই উপজেলায় ডেঙ্গ আক্রান্তদের মধ্যে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে ৬২ জন। বর্তমান এখানে ছয়জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ৫ আগস্ট ঢাকার আনোয়ারা প্রাইভেট হাসপাতালে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অথৈ সাহা ও ৯ আগস্ট সাতৈর বাজারের মুদি ব্যবসায়ী নির্মল সিকদার তেজগাঁও ইমপালস হাসপাতালে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস জানান, এ পর্যন্ত শনাক্তকৃত রোগীদের মধ্যে ১৪ জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গত সপ্তাহে ডেঙ্গুর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চলতি সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছে একাধিক রোগী। এ ছাড়া বোয়ালমারীর বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে শতাধিক রোগী শনাক্ত হলেও তাদের অধিকাংশই ঢাকা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :