জয়পুরহাটে নকল ইনো-ওরস্যালাইন কারখানার সন্ধান

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৯, ২২:৫৫

ভারতীয় সীমান্ত ঘেঁষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামে ভারতীয় ইনোর অবিকল নকল হজমি ও ওরস্যালাইন তৈরির সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে ওই গ্রামে অভিযান চালিয়ে নকল ইনো ও ওরস্যালাইন তৈরির কাঁচামালসহ কারখানার মেশিনপত্র জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম রাজিবুল আলম।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম রাজিবুল আলম জানান, জয়পুরহাট সদর উপজেলার মাগণীপাড়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের আটজন ৩য় শ্রেণির শিক্ষার্থী এক সপ্তাহ আগে ফেরিওয়ালার কাছ থেকে ভারতীয় হজমের ইনো মনে করে প্যাকেট খুলে পাউডারগুলো পানিতে মিশিয়ে পান করে। পরে ক্লাস শুরু হলে তাদের পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় স্কুলের শিক্ষকরা তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে জানা যায়, ধরঞ্জিতে একটি বাড়িতে এই নকল ইনো ও ওরস্যালাইন কারখানা রয়েছে। সেখান থেকে ফেরিওয়ালাদের মাধ্যমে তা বিক্রয় করা হয়।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :