পিরোজপুরে হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৯, ২২:৫৭

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় দেন।

নিহত শাহ আলম উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের মৃত সৈজউদ্দিন হাওলাদারের ছেলে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আলম মোল্লা, বাদুরা গ্রামের শাহাদাৎ হোসেন, পাতাকাট গ্রামের ইদ্রিস ও ইলিয়াস, বকসির ঘটিচোরা গ্রামের দোলোয়ার, ধানীসাফা গ্রামের আব্দুর রহিম ও সাফা গ্রামের মো. বাচ্চু।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৬ জুলাই রাতে মঠবাড়িয়ার ফুলঝুড়ি গ্রামের এক বাড়িতে ডাকাতি হচ্ছে। এমন ডাক-চিৎকার শুনে ছুটে যান শাহ আলম। এসময় তিনি সড়কে পৌঁছা মাত্র ধারালো অস্ত্র দিয়ে শাহ আলমকে কুপিয়ে জখম করে ডাকাতরা।

এসময় স্থানীয় লোকজন শাহ আলমকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :