আলফাডাঙ্গায় অটিস্টিক শিশু বিষয়ে অভিভাবকদের প্রশিক্ষণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৯, ১৬:৩৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় অটিস্টিক শিশুদের বাবা-মা অথবা নিকট আত্মীয়দের অটিস্টিক শিশু বিষয়ে মৌলিক জ্ঞান দিতে এক প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে। এ প্রশিক্ষণে ৩০ জন অটিস্টিক শিশুর বাবা-মা ও আত্মীয় স্বজন অংশ নেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের’ মাধ্যমে প্রশিক্ষণ প্রদান কর্মসূচির আওতায় এ কর্মশালা হচ্ছে। ‘এসো জাতি গড়ি (এজাগ)’-এর সহযোগিতায় ও ডাটা কনসাল্টটেন্ট বিডি লিমিটেডের বাস্তবায়নে এ অনুষ্ঠান হচ্ছে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন প্রধান অতিথি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত।

এসময় অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. রউফ তালুকদার।

প্রশিক্ষণ দিচ্ছেন- এজাগ’র নির্বাহী পরিচালক নাজমা আক্তার, ভাইস-চেয়ারম্যান রওনক ফারিয়া, উপজেলা কো-অর্ডিনেটর আ. মান্নান মিয়া আব্বাস, মফিদুল ইসলাম, ট্রেইনার শাহিনুর আক্তার প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :