জয়পুরহাটে টার্মিনালে পরিচ্ছন্নতা অভিযান

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৯, ১৭:১৬

সারাদেশে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় আর এডিস মশার প্রভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু রোগ থেকে সবাইকে সুস্থ রাখতে এবং সচেতন করতে জয়পুরহাটে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্যাংক লরি কাভার্ডভ্যান মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের আয়োজনে ডেঙ্গু নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান, মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোশারফ প্রমুখ।

সভা শেষে পরিচ্ছন্নতার এ অভিযানে জয়পুরহাট বাস ও ট্রাক টার্মিনাল এলাকা পরিষ্কার করা হয়। এবং ডেঙ্গু রোগ থেকে সকলকে সচেতন থাকতে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :