সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৯, ১৭:২০

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী ওমর খাল থেকে বস্তাভর্তি তিন লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার রাত দুইটার দিকে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম. সোহেল রানার নেতৃত্বে গোপন সংবাদ আসে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান টেকনাফ ওমর খাল দিয়ে প্রবেশ করতে পারে। এমন সংবাদে ওই এলাকায় অবস্থান করে কোস্টগার্ডের একটি টহল দল। এসময় জঙ্গলের পাশে একটি নৌকা দেখতে পেয়ে নৌকাটি ধাওয়া  করলে নৌকায় থাকা লোকজন পালিয়ে যায়। পরে নৌকটি তল্লাশি করে তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো গণনা করে তিন লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান, পরবর্তী কার্যক্রমের জন্য উদ্ধার ইয়াবাসমূহ টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএ)