ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৯, ১৮:১২ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯, ১৮:২৯

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।

সুফিয়া বেগম উপজেলার বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, সুফিয়া বেগম সোমবার সকালে প্রচণ্ড জ্বর ও মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর পরীক্ষা-নিরীক্ষা তার ডেঙ্গু ধরা পড়ে। রক্তের প্লাটিলেট ১ লাখ ৮০ হাজার এবং পিসিভি ৩৬ এবং এনএস-১ পজেটিভ। এরপর তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বাথরুমে গিয়ে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়েন সুফিয়া বেগম। তাকে পরিবারের লোকজন হাসপাতালের বেডে শুয়ে দিলে সেখানেই মারা যান তিনি।

স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ৩ জন ভর্তি রয়েছে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/মোআ)