গণবিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের আলোচনায় কাদের সিদ্দিকী

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৯, ২৩:১০

গবি প্রতিনিধি, ঢাকাটাইমস

৩৫ বছর পূর্বে ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়  ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আলোচনা করেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে দেশের মাটিতে এই প্রথম  সাভারের গণবিশ্ববিদ্যালয়ে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের  নানান দিক ও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই বীর উত্তম।

মঙ্গলবার গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( গকসু ) পক্ষ থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সংবর্ধণা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, মায়ের পেট থেকে ইযারা আহত হয়ে জন্ম গ্রহণ করে তাদের আমরা পঙ্গু বলতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন তাদের পঙ্গু বলতে পারি না, তাদের অবশ্যই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।

গকসু সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিফের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা হয়।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএ)