বগুড়ায় এডিপি ওয়ার্ল্ড ভিশনের কর্মকাণ্ড সমাপ্ত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৯, ১৭:৩১

এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর বগুড়ায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমাপনী উপলক্ষে এক ধন্যবাদ ও কৃতজ্ঞতাজ্ঞাপন অনুষ্ঠান হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের বগুড়া কলেজ মাঠে এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

জেলা প্রশাসক বলেন, ‘উন্নত দেশ গড়ার যাত্রায় সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি আন্তজার্তিক এনজিওগুলোর ভূমিকা প্রশংসনীয়, যাদের মাঝে ওয়ার্ল্ড ভিশন অন্যতম। শিক্ষা, স্বাস্থ্যসহ এলাকার সামগ্রিক উন্নয়নে বিনাস্বার্থে এই সংস্থা দীর্ঘ সময় কাজ করার মাধ্যমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনেছে- যা অন্যদের জন্য অনুকরণীয়।’

ওয়ার্ল্ড ভিশন নর্দান বাংলাদেশ রিজিওনাল ফিল্ড ডিরেক্টর অঞ্জলি জাসিন্তা কস্তার সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (অপারেশন এবং রিসোর্স ম্যানেজমেন্ট) জন ডেভিড বার্মান, বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এবং শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :