ডিআইজি মিজানের জামিন আবেদন নাকচ

প্রকাশ | ২৮ আগস্ট ২০১৯, ২১:১৬ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯, ২২:১১

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ঘুষ প্রদানের মামলায় কারাগারে আটক পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের জামিনের আবেদন নাকচ করেছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

আসামিপক্ষে জামিন আবেদন ও শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী। আর দুদকের পক্ষে শুনানি করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আব্দুস সালাম।

উভয় পক্ষে শুনানি শেষে বিচারক আসামিপক্ষকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে জামিনের আবেদন নামঞ্জুর করেন। শুনানিকালে ডিআইজি মিজানকে আদালতে হাজিরা করা হয়।

এদিকে মামলাটিতে এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু দুদক প্রতিবেদন দাখিল না করায় আগামী ২ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন বিচারক।

মামলার অপর আসামি দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরকেও এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার পর আত্মগোপনে থাকা ডিআইজি মিজান গত ১ জুলাই বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের বেঞ্চে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাকে পুলিশে সোপর্দ এবং ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে হাজির করতে নির্দেশ দেন। সে অনুযায়ী ২ জুলাই নিম্ন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলায় অভিযোগ, ডিআইজি মিজানের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানকারী কর্মকর্তা ছিলেন খন্দকার এনামুল বাছির। অভিযোগ থেকে নিজেকে বাঁচানোর জন্য মিজান ৪০ লাখ টাকা ঘুষ দেন এনামুল বাছিরকে। অবৈধ চুক্তি অনুযায়ী মিজান অভিযোগ থেকে অব্যাহতি না পাওয়ায় তিনি ঘুষ দেওয়ার বিষয়টি মিডিয়ায় প্রকাশ করেন। পরে দুদকের অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় গত ১৬ জুলাই দুদক পরিচালক শেখ মো. ফানা ফিল্ল্যা ঢাকা জেলা কার্যালয় এ মামলা করেন।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/ইএ/ মোআ)