ভাণ্ডারিয়ায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

প্রকাশ | ২৮ আগস্ট ২০১৯, ২২:০৯

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শাহিদা বেগম (৪৫) নামের এক গৃহবধূ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত শাহিদা বেগমকে গত রবিবার ভরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহিদা বেগম ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মো. সাইয়েদুর রহমান শিকদারের স্ত্রী।

ঢাকাটাইমস/২৮আগস্ট/ইএস