কুমিল্লায় গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৯, ১০:২৬
ফাইল ছবি

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাসেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী যিনি মাদক কারবারি। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে।

বুধবার দিবাগত রাতে জেলার সদর উপজেলর গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল একই উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বাগবের গ্রামের হারুন মিয়ার ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শ্রীপুর এলাকায় কয়েকজন মাদক ভাগাভাগি করছে এমন খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যায় জেলা ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে রাসেল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিবির ওসি মো. মাঈন উদ্দিন খান জানান, নিহত রাসেল পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় ১০টি মামলা রয়েছে।

ঢাকাটাইমস/২৯আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :