বগুড়ায় ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৯, ১৭:০৮

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার দুপচাঁচিয়ায় সনজান আলী নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পাওগাছা গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সনজান আলী গুনাহার ইউনিয়নের ঝাঝিরা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।

সনজান আলী মঙ্গলবার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন বুধবার সারাদিন খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার রাতে সনজান আলীর ছেলে রাজ্জাক এ বিষয়ে দুপচাঁচিয়া থানায় জিডি করেন। বৃহস্পতিবার পাওগাছা গ্রামের এক কৃষক জমিতে গেলে একটি তাল গাছের নিচে তার লাশ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে- মঙ্গলবার রাতেই ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার ভ্যানটি উদ্ধার করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)