দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে পাবনায় মানববন্ধন

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৯, ১৭:১৭

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার নগরবাড়ি বা কাজিরহাটকে সংযুক্ত করে আরিচা মানিকগঞ্জ-দৌলদিয়া রাজবাড়ীকে একিভূত করে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। পাবনা প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এ মানববন্ধনের আয়োজন করে।
এসময় বক্তারা বলেন, ‘এক সময়ে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত ছিল নগরবাড়ি ঘাট। যমুনা সেতু চালু হবার পরে অর্থনৈতিকভাবে ঐতিহ্য হারায় ভেঙে পড়ে এখানকার সবকিছু।’

বক্তারা বলেন, ‘যমুনা সেতুর ওপরে ক্রমাগত চাপ কমাতে এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাথে রাজধানীর স্বল্প সময়ে যাতায়াত নিশ্চিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে পাবনাকে সংযুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবি। তাই আগামী দিনের এমন কর্মপরিকল্পনায় পাবনাকে যেন সংযুক্ত করা হয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ আহ্বান জানান বক্তারা।’

অনুষ্ঠানে সেক্টর কমান্ডার্স ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি আব্দুর রহিম পাকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন সন্টু, প্রধান শিক্ষিকা হাসিনা আখতার রোজি, নারী নেত্রী ও শিক্ষিকা হেলেনা পারভীন, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খান, শিক্ষাবিদ ও গবেষক ড. মনসুর আলম,  জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ শরিফ ডাবলু প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)