পিআইবিতে ডেটা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৯, ১৭:২৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ডেটা সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। ঢাকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ বিষয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় কর্মশালা এটি। 

বৃহস্পতিবার পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও এবিনিউজ২৪.কম-এর সম্পাদক সুভাষ সিংহ রায়। পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। 

সুভাষ সিংহ রায় বলেন, সাংবাদিকতায় ডেটার ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। ডেটা ভিত্তিক সাংবাদিকতা গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা তৈরির পাশাপাশি সংবাদ উপস্থাপনায় বৈচিত্র আনে। ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণের এ উদ্যেগ প্রশংসার দাবিদার। 

পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ডেটা সাংবাদিকতার এ প্রশিক্ষণের মাধ্যমে আমরা গণমাধ্যমকর্মীদের ডেটাভিত্তিক সাংবাদিকতার চর্চাকে উৎসাহিত করতে চাই। পাশাপাশি সংবাদ লেখা ও তৈরির ক্ষেত্রে সাংবাদিকরা ডেটার ব্যবহারের মাধ্যমে যাতে আরও ভালো সংবাদ তৈরি করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে চাই। ডেটা সাংবাদিকতার পাশাপাশি আমরা সাংবাদিকতার আরও নিত্য নতুন ও সময়োপযোগী ধারা নিয়ে কাজ করার পরিকল্পনা গ্রহন করেছি। 

অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ডেটা সাংবাদিকতার চর্চার মাধ্যমে আমাদের সাংবাদিকতা শিল্প আরও এগিয়ে যাবে, সাংবাদিকতা চর্চার জায়গায় গুণগত পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস। ডাটাভিত্তিক সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালনের পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করি। 

প্রশিক্ষণে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৩৫ জন  সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডেটাফুল প্রকল্পের প্রজেক্ট লিড পলাশ দত্ত। কর্মশালাটির সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান। 

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এজেড)