রাঙামাটিতে সেনাবাহিনীর ওপর হামলায় গ্রেপ্তার এক

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৯, ২০:৩৫

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর ওপর হামলা ও এক সেনা সদস্য নিহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তার নাম কাউচিং মার্মা।

বুধবার রাতে ঘটনাস্থল পইয়েতুই পাড়ার কাছ থেকে তাকে আটক করা হয় বলে জানান রাজস্থলী থানার ওসি মফজল হোসেন। ওসি বলেন, আটকের পর তাকে হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে, নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, কাউচিং মার্মা প্রাথমিকভাবে ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গত ১৮ আগস্ট রাঙামাটির রাজস্থলীর পইয়েতুইয়ে পাড়া এলাকায় টইলরত সেনা সদস্যদের ওপর গুলি করলে সেনাবাহিনীও পাল্টা গুলি করে। গোলাগুলিতে সেনা সদস্য নাসিম মারা যায়। ঘটনার ৯দিন পর রাজস্থলী থানা পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে।  

ঢাকাটাইমস/২৯আগস্ট/ইএস