করতোয়া নদীতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু, ভাতিজা নিখোঁজ

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৯, ২০:৩৭ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯, ২১:১১

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার শেরপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে করতোয়া নদীতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় একই পরিবারের ছয় বছরের এক শিশুও নিখোঁজ হয়েছে

বৃহস্পতিবার গাড়িদহ ইউনিয়নের চন্ডিদান গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চন্ডিদান গ্রামের বিজন কুমারের ছেলে চন্দন কুমার (৩৬) তার মেয়ে কিরন বালা (৪)। নিখোঁজ শিশু নিহত চন্দনের ভাই উজ্জলের ছেলে বদো (৬)।

জানা গেছে, চন্দন তার মেয়ে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে করতোয়া নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। দুপুর দেড়টার দিকে চন্দন তার মেয়ে ও ভাতিজাকে নিয়ে সাঁতরে নদী পার হচ্ছিলেন। মাঝ নদীতে মেয়ে হাত ফসকে ডুবে গেলে মেয়েকে উদ্ধার করতে গিয়ে ভাতিজাসহ নদীতে ডুবে যান চন্দন। প্রথমে গ্রামের লোকজন নদীতে নেমে সন্ধান শুরু করেন। পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে বাবা-মেয়ের লাশ উদ্ধার করে। চন্দনের ভাতিজা বদোর সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা করতোয়া নদীতে তল্লাশি করে যাচ্ছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঢাকা টাইমসকে জানান, করতোয়ায় ডুবে নিহত বাবা মেয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ শিশু বদো’র সন্ধানে শেরপুর ফায়ার সার্ভিস কাজ করছে।

ঢাকাটাইমস/২৯আগস্ট/ইএস