‘নারীর ক্ষমতায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে’

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৯, ২০:৫২

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘স্থানীয় সরকারের সংরক্ষিত মহিলা আসনেই এখন প্রতিদ্বন্দ্বিতার হার সবচেয়ে বেশি। রাষ্ট্রক্ষমতার বিভিন্ন পর্যায়ে নারীদের এই এগিয়ে আসার পেছনে রয়েছে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বর্তমান সরকারের গৃহিত নানা পদক্ষেপ।’

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতাগ্রহণের পর শেখ হাসিনা সরকার প্রথম নারী নীতি প্রবর্তন করে। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই নারী নীতি বাতিল করে দেয়। পরবর্তীতে ২০০৯ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নীতি পুনরায় চালু করেন।’

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা সাংসদ ওয়াসিকা আয়েশা খান, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ ছালাম, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)