প্রেমিকার মরদেহ হাসপাতালে ফেলে পালালেন প্রেমিক

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৯, ২০:৫৩

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের ফুলপুরে গার্মেন্টসকর্মী প্রেমিকার মরদেহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়েছেন প্রেমিক। গত বুধবার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার সকালে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের নারীর নাম সাবিনা ইয়াছমিন। তিনি হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের কুমুরিয়া গ্রামের বাসিন্দা।

সাবিনার প্রেমিকের নাম কামরুল ইসলাম। তিনি ফুলপুর উপজেলার মাইরচাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় কামরুলের মা ফিরোজা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সাবিনা ও কামরুল গাজীপুরের কোনাপাড়া এলাকায় মাস্টার সেন্ট নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন।  সেই সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৭ আগস্ট সাবিনাকে নিজ পিত্রালয় থেকে গার্মেন্ট ফ্যাক্টরিতে নিয়ে যায় কামরুল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে সাবিনাকে  কামরুল তার মামার বাড়িতে নিয়ে আসে। গত বুধবার রাতে সাবিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত পৌনে ১১টার দিকে সাবিনাকে মৃত ঘোষণা করেন। এরপরেই সাবিনার মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যায় কামরুল।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)