বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৯, ২১:২৪
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আটক ব্যক্তির নাম শাহাদত হোসেন।

গত গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি স্বীকার করলেও অস্বীকার করছে বিজিবি।

স্থানীয়রা জানায়, তাজুলের নেতৃত্বে ১২/১৪ জনের একটি গরু ব্যবসায়ীর দল অনন্তপুর সীমান্তে গরু পাচার করছিল। এ সময় ভারতীয় ১৪২ বিএসএফ’র শেউটি-২ এর টহলদলের মুখোমুখি হয়। গরু পাচারের বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে বিএসএফ। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটালে ছোটাছুটি করলে শাহাদত হোসেন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত শাহাদতকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে জানা গেছে।

ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় জানান, শাহাদত হোসেন নামে এক গরু ব্যবসায়ীকে বিএসএফ আটক করেছে বলে স্থানীয় মেম্বার আবুল হোসেন জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবির কমান্ডিং অফিসার আনোয়ারুল আলম জানান, এ ব্যাপারে অফিসিয়ালি আমরা কিছু জানি না। বিএসএফও স্বীকার করেনি। তবে লোকমুখে জানতে পেরেছি।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :