গণপিটুনিতে নিহতের স্ত্রী পেলেন বিধবা ভাতা কার্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৯, ২২:৫০

‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে নিহত ভূঞাপুরের সেই মিনু মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিধবা ভাতার কার্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় এ বিধবা ভাতার কার্ড দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার শহীদুজ্জামান মাহমুদ, ইউনিয়ন সমাজকর্মী আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রসঙ্গত, মিনু মিয়া ভূঞাপুর উপজেলার বন্যাকবলিত এলাকা টেপিবাড়ির কোরবান আলীর ছেলে। পেশায় তিনি অটোভ্যান চালক ছিলেন। তিনি কালিহাতীর সয়াহাটে গিয়েছিলেন মাছ ধরার জাল কিনতে। হঠাৎ ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দেয় উপস্থিত জনতা। ২১ জুলাই দুপুরে উপজেলার সয়াহাটে এ ঘটনা ঘটে। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে টাঙ্গাইল হাসপাতালে নেয়ার পর তার শারীরিক অবস্থা অবনতি হলে ঢাকায় একটি হাসপাতালে পাঠানো হয়।

এরপর ২৯ জুলাই সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :