প্রবাসীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে টাকা আদায়, আটক ৩

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৯, ২২:৫১

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ইরাক প্রবাসীকে নির্যাতন করে ভিডিও কলে পরিবারকে দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ভোলার বোরহাউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের আবিদ ফার্মেসির মালিক আলাউদ্দিন ও একই এলাকার বাসিন্দা রাছেল এবং বাবুল। পুলিশ জানায়, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ইরাক প্রবাসী মামুনকে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকার মনজু নামে এক প্রতারকের সহযোগীরা ইরাকে আটকে রেখে নির্যাতন করে। মামুনের পরিবারকে ইমুর মাধ্যমে ভিডিও কল করে ওই নির্যাতনের ভিডিও দেখিয়ে বিভিন্ন সময় দুই লাখ টাকা হাতিয়ে দেয় মনজু, রাছেল, বাবুল ও আলাউদ্দিন। এ ঘটনায় এই চক্রটি আবারও মামুনের পরিবারের কাছে নতুন করে টাকা দাবি করে। পরে মামুনের ভাই সবুজ মাদারীপুরের কালকিনি থানায় একটি অভিযোগ করেন।

এ অভিযোগে বৃহস্পতিবার বোরহানউদ্দিন ও কালকিনি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এদের তথ্যেরভিত্তিতে বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)