ইমামের কক্ষে ছেলেসহ তিন শিশুর মরদেহ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২৩:৩২ | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৯, ১৮:০৩

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী গ্রামে একটি জামে মসজিদের ইমামের কক্ষ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ইমামের ছেলেও রয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর মসজিদ সংলগ্ন ইমামের ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছরের শিশু আব্দুল্লাহ আল নোমানকে নিয়ে মসজিদ সংলগ্ন রুমে থাকতেন ইমাম মাওলানা জামাল উদ্দিন। তার বাড়ি বরগুনায়। শুক্রবার বেলা ১২টার দিকে ছেলে নোমানকে কক্ষে রেখেই মসজিদে জুমার নামাজ পড়াতে যান জামাল উদ্দিন। যাওয়ার সময় দুই কিশোর ইব্রাহিম (১২) ও রিফাত হোসেনকে (১৫) রুমে ঢুকতে দেখেন। ইব্রাহিম ও রিফাত পার্শ্ববর্তী মতলব দক্ষিণের ভাঙ্গারপাড় মাদ্রাসায় পড়ে।

নামাজ শেষে ইমাম তার কক্ষটি ভেতর থেকে আটকানো দেখতে পান। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় সেটি ভেঙে ইমামসহ উপস্থিত মুসল্লিরা দেখেন রুমের মধ্যে তিন শিশু-কিশোর অচেতন অবস্থায় পড়ে আছে। এদের দুজন মৃত। আর একজনকে মতলব হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আইচ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য্য করতে রাজি হননি। তবে তিনি তিন শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে।

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পর তিনজনের মৃত্যুর কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/ইএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :