মাহমুদউল্লাহর সেঞ্চুরি, তাসকিনের দুরন্ত বোলিং

প্রকাশ | ৩০ আগস্ট ২০১৯, ২১:০৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার আগে গা গরম করার সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাতে সবচেয়ে বেশি মরচে ঝারলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থদের সঙ্গে অনুশীলন ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান।

বাংলাদেশ লাল ও সবুজ নামে ভাগ হয়ে দুইদিনের অনুশীলন ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। শুক্রবার প্রথমদিনে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন লাল দল ব্যাট করে গুটিয়ে গেছে ২৬৮ রানে। এক ইনিংসে দুবার ব্যাট করতে নেমেও একদমই ব্যর্থ সাকিব। প্রথমবার শূন্য ও পরে মাত্র ৯ রান করেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

লাল দলে সফল বলতে গেলে কেবল এক মাহমুদউল্লাহই। তার ব্যাট থেকে এসেছে ১০৭ রান। ৪০ রান করে দ্বিতীয় সফল ব্যাটসম্যান পেসার আবু হায়দার রনি! ৩৪ করেছেন সাব্বির রহমান।

শুক্রবার আগুন ঝরিয়েছেন টেস্ট দলে ডাক পাওয়া দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। সবুজ দলের হয়ে দুজনে নিয়েছেন ৭ উইকেট। তাসকিনের শিকার ৪ আর এবাদত নিয়েছেন ৩ উইকেট।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/ডিএইচ)