আইভী স্মরণে বিনামূল্যে শিশুদের চোখ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৯, ২৩:১৭

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও মহিলা সমিতির সভানেত্রী বেগম আইভি রহমান স্মরণে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প।

শুক্রবার রাজধানীর বেইলি রোডে মহিলা সমতি ভবনে শিশুদের জন্য এই আয়োজন করা হয়।

বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসানউল্লাহর সভাপতিত্বে সকাল সাড়ে ১০ টায় ক্যাম্প শুরু হয়। ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের সৌজন্যে আয়োজিত ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তানিয়া বাখত, সাবেক সভানেত্রী সেলিনা খালেক, কার্যকরী সদস্য আসমা জেরিন ঝুমু, শবনম জাহান শীলা প্রমুখ।

বক্তারা বলেন, বেগম আইভী রহমান ছিলেন একজন উন্নত ও আধুনিক চিন্তার মানুষ। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করতেন। বিশেষ করে নারী ও শিশুদের জন্য সবসময় নিবেদিত ছিলেন এই মহিয়সী নারী। তারা আইভী রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা সমিতি ও ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের নেতৃবৃন্দ। ক্যাম্পের সহযোগিতায় ছিলো লাইট হাউজ ট্রাস্ট এন্ড চিলড্রেন আই এন্ড অরথপ্টিকস সেন্টার।

ঢাকাটাইমস/৩০আগস্ট/এসআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :