বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে বিইউবিটিতে দোয়া ও রক্তদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১১:৩৩ | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৯, ১১:৩০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)।

গত মঙ্গলবার ও বুধবার রূপনগরস্থ বিশ্ববিদ্যায়টির স্থায়ী ক্যাম্পাসের হলরুমে এসব কর্মসূচি পালন করা হয়।

গত বুধবার অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে পাক-মার্কিন ষড়যন্ত্রের নানা দিক তুলে ধরেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান ও দৈনিক জাগরণের সম্পাদক ও প্রকাশক মুক্তিযোদ্ধা আবেদ খান। সভাপতিত্ব করেন বিইউবিটি’র উপাচার্য অধ্যাপক আবু সালেহ। স্বাগত বক্তব্য দেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মিঞা লুৎফার রহমান।

আগের দিন মঙ্গলবার অনুষ্ঠিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিইউবিটি ট্রাস্টের সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস।

বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল এ কার্যক্রমে সহায়তা করে।

বিইউবিটি ট্রাস্টের সদস্যরা, বিইউবিটির কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, রিসার্চ ডাইরেক্টর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, জয়েন্ট রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

ঢাকাটাইমস/৩১আগস্ট/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :