মাশরাফির খারাপ পারফরম্যান্সকে দুষছেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৯, ১৭:৪৪

২০০৯ সালের মধ্যবর্তী সময় থেকে মাশরাফির ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করা সাকিবকে ২০১১ সালে স্থায়ী অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আট মাস পর তিনি দায়িত্ব হারান। অধিনায়কের দায়িত্ব হারালেও তিনি দলের নিয়মিত পারফর্মার। সর্বশেষ আইসিসি বিশ্বকাপে তিনি ছিলেন দলের সেরা পারফর্মার।

বিশ্বকাপে সাকিব ব্যাট হাতে ৬০৬ রান করেছিলেন। আর বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। তিনি দুইটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি করেছিলেন। সাকিব ভালো করলেও দল অষ্টম অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করে। সেমিফাইনালে খেলার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গিয়েছিল তা স্বপ্নই থেকে যায়।

সম্প্রতি বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্সের ক্ষেত্রে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার খারাপ পারফরম্যান্স একটা ইস্যু ছিল বলে উল্লেখ করেছেন সাকিব আল হাসান।

সাকিব বলেছেন, ‘গত বিশ্বকাপে আমরা আরো ভালো করতে পারতাম যদি দলের সবাই অবদান রাখতে পারত। যখন একজন অধিনায়ক ফর্মে থাকেন না তখন তিনি দলের চেয়ে নিজেকে নিয়েই বেশি ভাবেন। আমি মনে করি, গত বিশ্বকাপে মাশরাফি ভাইয়ের ক্ষেত্রে এমনটি হয়েছে।’

গত বিশ্বকাপে আট ম্যাচ খেলে একটি উইকেট শিকার করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এই বিষয়টি নিয়ে সাকিব বলেছেন, ‘এটা তার জন্য এবং দলের জন্য বড় একটা ইস্যু ছিল। একজন অধিনায়ককে পারফর্ম করতে হয়। সেই দিক থেকে আমরা পিছিয়ে ছিলাম। সেমিফাইনালে খেলা অসম্ভব কিছু ছিল না। বিশ্বকাপে আমরা দারুণ সূচনা করেছিলাম। কিন্তু সেটি ধরে রাখতে পারিনি।’

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :