সোহানকে অধিনায়ক করে বিসিবি একাদশ ঘোষণা

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৯, ১৮:২২ | আপডেট: ৩১ আগস্ট ২০১৯, ১৮:২৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। তবে, তার আগে ১-২ সেপ্টেম্বর বিসিবি একাদশ ও আফগানিস্তান দলের মধ্যে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জন্য শনিবার ১৫ সদস্যের বিসিবি একদাশ ঘোষণা করেছে বিসিবি। আজই চট্টগ্রামে চলে গেছেন দলে ডাক পাওয়া খেলোয়াড়রা।

এই দলের অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। মূল দলে ডাক পাওয়াদের কেউই এই দলে রাখা হয়নি। তবে, যারা ‘এ’ দল বা এইচপি স্কোয়াডে কোথাও নেই এমন বেশ কয়েকজনকে বিসিবি একাদশে সুযোগ দেয়া হয়েছে।

এই দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার নাঈম ইসলাম এবং লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন। আছেন ওপেনার এনামুল হক বিজয়। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ডাক পেলেও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পাননি বিজয়।

প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ

নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দীন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদি হাসান রানা, আসাদ্দুল্লাহ গালিব ও ইরফান শুক্কুর।

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/এসইউএল)