কক্সবাজারে যাত্রা ‍শুরু করল ‘ডাক্তারখানা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৯, ২১:৪৮

‘সঠিক সময়ে সঠিক চিকিৎসায়, আমরা আছি আপনার আস্থায়’- এই স্লোগানে পর্যটন নগরী কক্সবাজারে যাত্রা শুরু করল ‘ডাক্তারখানা’। এখানে স্বল্প খরচে মিলবে রেজিস্টার্ড চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নেয়ার সুযোগ।

শনিবার কক্সবাজারে এ শাখার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সদর হাসপাতাল সড়কের (পানবাজার) হাসেম টাওয়ারে অবস্থিত ডাক্তার খানায় প্রতিদিন সকাল আটটা থেকে রাত ১০টা পর‌্যন্ত চিকিৎসা নেয়ার সুযোগ থাকবে। সরাসরি এসে অথবা ০১৭৩২২২৭৬৭০ এই নম্বরে ফোন করেও চিকিৎসকের সিরিয়াল দেয়ার সুযোগ থাকছে ডাক্তারখানায়। মেডিকেল সেন্টারের পরামর্শ ফি দুইশ টাকা।

ডাক্তার খানার কর্ণধার ডা. আনোয়ার শামীম ঢাকা টাইমসকে বলেন, উন্নত দেশগুলোতে প্রত্যেক এলাকার মানুষের জন্য চিকিৎসা সেন্টার থাকে। সেখান থেকে ওই এলাকার মানুষ চিকিৎসা পায়। সব ধরনের প্রাথমিক চিকিৎসা একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে পাওয়ার পর প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার্ড করা হয়। কারণ অনেক রোগ একজন এমবিবিএস চিকিৎসকের পক্ষেই চিকিৎসা করা সম্ভব। এতে করে চিকিৎসকের ওপর চাপ কমে। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া রোগিদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই উন্নত বিশ্বের সিস্টেমের কথা চিন্তা করে ডাক্তার খানার যাত্রা শুরু করেছে।

জানা গেছে,ডাক্তার খানা একটি জেনারেল ফিজিসিয়ান সেন্টার। এখানে নবজাতক, শিশু, গর্ভবর্তী মা, নারী-পুরুষ, বৃদ্ধ সবাই সব ধরনের চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও ডায়েবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও কিডনি রোগের চিকিৎসার ফলোআপ করার সুযোগ থাকবে ডাক্তারখানায়।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল প্রথম রোগী হিসেবে স্বাস্থ্য পরীক্ষা করান।

এ সময় মেডিকেল সেন্টারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়াও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/বিইউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :