‘বঙ্গবন্ধু নথি পড়ে প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন না’

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৯, ২২:১৮

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সিদ্ধান্ত নেয়ার আগে পুরো বিষয়কে জানতেন; তারপর সিদ্ধান্ত নিতেন। তিনি নথি পড়ে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করতেন না।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এ কথা বলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় মসিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু মনে করতেন আলোর পথের রাজনীতি জনমানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে। তাই সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের রাজনীতিবিদের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রাখতেন। এমনকি ভিন্ন মতের ব্যক্তিদের প্রতিও বঙ্গবন্ধু দয়ালু ছিলেন।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনায় সরকার যে বরাদ্দ দিয়েছে, তাতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের আমূল পরিবর্তন সাধিত হবে বলে মন্তব্য করেন ড. মসিউর রহমান।

সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম উন্নয়ন মহাপরিকল্পনা নিয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বলেন, ‘যে অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। এমন ঘটনা ঘটেনি। চলমান উন্নয়ন প্রকল্পের টাকা এখন পর্যন্ত ছাড় করা হয়নি। কাজেই তার বিরুদ্ধে ঘৃণ্যতম আঘাত করা হচ্ছে।’

যারা এসব অভিযোগ তুলছেন তাদের আরও জেনেবুঝে কথা বলার আহবান জানান উপাচার্য।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক বশির আহমেদের পরিচালনায় আরও আরও বক্তব্য রাখেন- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :