ফরিদপুর সুগার মিলের আখ রোপণ মৌসুম উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৮

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুপার মিলের ২০১৯-২০২০ আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় মিলের ‘এ’ সাবজোনের মেগচামী কেন্দ্রের চাষি তাইজউদ্দিন শেখের জমিতে আখ রোপণ করে মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সিপিই মো. আকতার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বারী। মহাব্যবস্থাপক (কৃষি) তপন কুমার মজুমদারের সভাপতিত্বে চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করিম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিআইসি মোস্তফা কামাল, মেগচামী ইউপি চেয়ারম্যান হাসান আলী খান, আখচাষি নেতা ওসমান গনি, মজিবর রহমানসহ আখচাষিরা উপস্থিত ছিলেন।

চলতি রোপণ মৌসুমে ১০ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানায় সুগার মিলস কর্তৃপক্ষ।

ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :