রাজশাহীতে বিডার উদ্যোক্তা প্রশিক্ষণ

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৫

রাজশাহীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় প্রথান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বর্তমান সরকার উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নে কাজ করে চলেছে। এখন সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানসহ অন্যান্য সহযোগিতার মাধ্যমে তাদের বিনিয়োগে উৎসাহিত করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন বিডার রাজশাহী বিভাগের পরিচালক একেএম বেনজামিন রিয়াজী। বিডার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রকল্পের প্রশিক্ষক জামিলা আফসারী আলম কর্মশালা পরিচালনা করেন।

ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :